মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওসিসহ তিন পুলিশকে কুপিয়ে জখম, ৬ গাড়িতে আগুন-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

ওসিসহ তিন পুলিশকে কুপিয়ে জখম, ৬ গাড়িতে আগুন-ভাঙচুর
ছবি: সংগৃহীত

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রথম দিনেই দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন যানবাহনে। এছাড়া নারায়ণগঞ্জের বন্দর এলাকা, গাজীপুর ও চট্টগ্রামে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির নেতাকর্মীরা গাছের গুঁড়ি, সিমেন্টের পিলার ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এছাড়া খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায় তাদের। এ সময় বিএনপি ‘সন্ত্রাস নৈরাজ্যের’ প্রতিবাদে মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে ত্রিমুখী সংঘর্ষে পরিণত হয়। 


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

এদিকে সংঘর্ষে পাঁচরুখী এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় ওসিসহ তিন পুলিশ সদস্য ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে টিয়াসসেল ও রাবার বুলেট পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকাল সোয়া ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

michil
প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

 

অন্যদিকে গাজীপুরের হারিনাল এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি জয়দেবপুর থেকে হারিলাল হয়ে মাওনা যাচ্ছিল। একপর্যায়ে দুই যুবক পিকআপটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাজধানীর মাতুয়াইল এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে সেখান থেকে বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা তিন দিনের অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলটি শেষ করে দলটি। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর