বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন কয়েকটি বাস ভাঙচুর করেছে মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের রূপাতলীর দপদপিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া, সকালে নগরীর কাশিপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নগর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এর প্রভাবে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
এরপর নগরীর ব্যস্ত এলাকা সোনালী আইসক্রিম মোড়সহ নগরীর বিভিন্ন সড়কের মধ্যে টায়ারে অগ্নিসংযোগ করে যানচলাচলে প্রতিবন্ধকতা ও বিক্ষোভ প্রদর্শন করে মহানগর বিএনপি। এছাড়া দুপুরে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের নগরীর সিঅ্যান্ডবি রোডে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে। নগরীর সিঅ্যান্ডবি রোডে বুধবার দিনগত রাতে মশাল মিছিল করেছে নগর বিএনপিসহ অংগসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, বৃহস্পতিবার দুপুর দেড়টার আগের ২৪ ঘণ্টায় নগর বিএনপির তিন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ও এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন।
গ্রেফতার নেতারা হলেন— নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আবদুর রহমান ও ৩০ ওয়ার্ড যুবদলের নেতা মোনায়েম খান ও চরবাড়িয়ার ৩ ওয়ার্ড স্বেচাছাসেবক দলের নেতা মো. মাসুদ।
বিজ্ঞাপন
সড়কে যানচলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবি, র্যাব সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেছে। পাশাপাশি কাজ করছে পুলিশসহ বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহণ এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিলো।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম জানান, সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরীতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিবি











































