বিএনপি-জামায়তের ডাকা অবরোধের শেষ দিনের শুরুতে লক্ষ্মীপুরে সাতসকালে ফাঁকা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে সমর্থকরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৬টা ২৫ মিনিট লক্ষ্মীপুর টু মজু চৌধুরী হাট ‘ভোলা-বরিশাল’ সড়কের মহিলা কলেজ এলাকায় রাস্তার মাঝখানে টায়ার জ্বলতে দেখা যায়। কিন্তু ওই সময় সড়কে লোকজনের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। যানচলাচল ছিল একেবারে কম।
বিজ্ঞাপন
এদিন সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলা (পূর্ব) বিএনপির অঙ্গসংগঠনের ব্যানারে কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবি ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবি জানিয়ে ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একসময় তারা অবরোধ সমর্থনে নানা স্লোগান দেয় দুই শতাধিক নেতাকর্মী।
এদিকে, সকাল ৬টা ১০ মিনিটে শহরের উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বর এলাকা থেকে অবরোধ সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে, ইটের পোল গরু হাটা এলাকায় সড়কে ইটপাটকেল ফেলে অবরোধ করে জামায়াত-শিবির। পরে তারা একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশ আসার আগমুহূর্তে সড়ক থেকে সটকে পড়ে। খবর পেয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এসে টহল দেয় ঢাকা রায়পুর সড়কে। এসময় সড়ক থেকে ইটপাটকেল সরিয়ে যানবাহন চলাচলের স্বাভাবিক পরিবেশ করে দেন সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মতিন ও তার সঙ্গী ফোর্স।
জানতে চাইলে এসআই মতিন ঢাকা মেইলকে জানান, সকাল ৬টার পর থেকে আমরা নাশকতা ঠেকাতে মাঠে রয়েছি। তবুও অবরোধকারীরা স্থান পরিবর্তন করে ঝটিকা মিছিল ও ফাঁকা সড়কে টায়ারে আগুন দেয়। আমাদের উপস্থিত দেখলে তারা পালিয়ে যায়। এখন পর্যন্ত জেলা শহরের সার্বিক পরিস্থিতি ভালো আছে।
বিজ্ঞাপন
টিবি











































