মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢিলেঢালা অবরোধ, বিমানবন্দর-যাত্রাবাড়ী সড়কে যান চলাচল কম 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

ঢিলেঢালা অবরোধ, বিমানবন্দর-যাত্রাবাড়ী সড়কে যান চলাচল কম 
ছবি: ঢাকা মেইল

দেশব্যাপী বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। রোববার (৫ নভেম্বর) অন্যান্য এলাকার মতো রাজধানীর খিলগাঁও, মুগদা ও মানিকনগর এলাকায় কিছুটা ঢিলেঢালা অবস্থায় অবরোধ কর্মসূচি চলতে দেখা গেছে। তবে যান চলাচল কমেছে যাত্রাবাড়ী-বিমানবন্দর সড়কে। 

সকাল সাড়ে ১০টার দিকে মুগদা বিশ্বরোড এলাকায় দেখা যায়, প্রতিদিনের মতোই সাধারণভাবে যান চলাচল করছে। তবে চিত্র একটু ভিন্ন। প্রতিদিন এই সময়ে এই সড়কের বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির জটলা থাকলেও আজকে তেমনটা নেই। গণপরিবহন চলছে কম। মাঝে মধ্যে দু’একটা বিআরটিসি বাস ও কিছু নিয়মিত চলাচলকারী বাস চলতে দেখা গেছে। যা প্রতিদিনের তুলনায় খুব সামান্য। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গণপরিবহন না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন।


বিজ্ঞাপন



বিজ্ঞাপন


এদিকে এই এলাকায় হরতাল অবরোধের সমর্থনে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। সকাল থেকে কোনো অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

গত ২৮ তারিখে বিএনপির সমাবেশে সংঘর্ষের পর থেকে টানা কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। প্রথমে এক দিনের হরতালের পর তিন দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয়। পরে শুক্র ও শনির পর রোববার থেকে আবারও দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রোববার থেকে অবরোধ কর্মসূচি থাকলেও শনিবার রাতেই বেশ কয়েক জায়গায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীসহ সারাদেশেই।

টিএই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর