সিরাজগঞ্জের রায়গঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে গমবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আশিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা থেকে গমবোঝাই এক ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। ট্রাকটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোল মাইল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রায়গঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, মহাসড়কের ষোলমাইল এলাকায় কে/কারা গমবোঝাই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।
টিবি











































