মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১০:৪১ এএম

শেয়ার করুন:

ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন

বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধের শেষ দিন ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় একটি চিনিবোঝাই ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় চিনিবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।


বিজ্ঞাপন


এর আগে বুধবার (১ নভেম্বর) দিবাগত রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা সদর সংলগ্ন এলাকায় একটি ওষুধ কোম্পানির গাড়িতে ডিল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে গাড়ির সামনের অংশে কাঁচ ভেঙে যায়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল সেতু এলাকায় একটি চিনিবোঝাই ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফেনীর দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ফেনীর ভারপ্রাপ্ত স্টেশান অফিসার ওয়াসি আজাদ জানান, ফায়ার সার্ভিসের গাড়ি সময়মত পৌঁছতে না পারলে হয়তো সম্পূর্ণ ট্রাকটি পুড়ে যেত। তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।


বিজ্ঞাপন


অপরদিকে, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা সদর সংলগ্ন বিজয়পুর এলাকায় একটি ওষুধ কোম্পানির গাড়িতে ডিল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে গাড়ির সামনের অংশে কাঁচ ভেঙে যায়। এ সময় গাড়ির চালক ও কোম্পানির একজন বিপণন কর্মীসহ দুইজন আহত হয়েছে। এ ঘটনায় রাতেই ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, অবরোধ কর্মসূচির ৩য় দিন আজ সকাল ৭টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে কিছু সংখ্যক নেতাকর্মী শহরের ট্রাংক রোডের ফেনী সেন্ট্রাল হাইস্কুলে সামনের সড়কে মিছিল, শ্লোগান দেন ও কিছু সময় সড়কের ওপর বসে অবস্থান করেন। পরে পুলিশের গাড়ি দেখে সরে পড়েন।

অপরদিকে, টানা তিন দিনের অবরোধের ৩য় দিন ভোর থেকে শহরের বিভিন্ন সড়কের সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারী চালিত রিকশা ও সাধারণ রিকশা চলাচল শুরু হয়েছে। দূরপাল্লার কোনো বাস ফেনী থেকে ছেড়ে যায়নি। মহাসড়কে যাত্রীবাহী বাস দেখা যায়নি। তবে বেশ কিছু ট্রাক চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শহরের বিভিন্ন পয়েন্ট ও মহাসড়কে র‌্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। শহরের কোথায় অবরোধের পক্ষে পিকেটিং বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর