মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে রেলপথ-মহাসড়কে জামায়াত নেতাকর্মীদের মহড়া

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে রেলপথ-মহাসড়কে জামায়াত নেতাকর্মীদের মহড়া

দেশব্যাপী চলমান অবরোধের তৃতীয় দিনে রাজশাহীতে রেলপথ ও মহাসড়কে অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় তারা অবস্থান নেন।


বিজ্ঞাপন


এদিন রাজশাহী মহানগর জামায়াতের কাশিয়াডাঙ্গা থানা শাখার পক্ষ তাদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নিয়ে মহড়া দিতে দেখা যায়। ব্যানার হাতে জামায়াত নেতারা সড়কের মাঝখানে অবস্থান নিলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর তারা রেললাইনের ওপর দাঁড়িয়ে যান ব্যানার হাতে। এসময় তারা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি ও কেয়ারটেকার সরকারের দাবি জানিয়ে সরকার বিরোধী নানা শ্লোগান দিতে থাকেন। তবে এদিন অগ্নিসংযোগ বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে নগরীতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল ১০টা থেকে নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস ছেড়ে যায়। যদিও বেলা পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, দূরের যাত্রী সংখ্যা অনেক কম। এ অবস্থায় ট্রিপ মারলে গাড়ির খরচই উঠবে না। এছাড়া অবরোধের মধ্যে গাড়ি বের করলে ঝুঁকি তো থাকেই। পরিস্থিতি বুঝে সব রুটে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালে মিছিলের জন্য ব্যানার নিয়ে একটু দাঁড়িয়েছিল জামায়াতের নেতাকর্মীরা। তবে খবর পেয়ে আমাদের গাড়ি সেখানে যেতেই তারা পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর