মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যাত্রাবাড়ীতে অবরোধবিরোধী অবস্থানে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে অবরোধবিরোধী অবস্থানে আওয়ামী লীগ
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীর এলাকায় বিএনপি-জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ।

বুধবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নির্দেশে ডেমরা স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, সানারপাড়, কোনাপাড়া, মাতুয়াইল, সাইনবোর্ড, শনিরআখড়া ও ধলপুরে (গোলাপ বাগ মাঠ) অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

 

এতে বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপু, সাবেক ছাত্রনেতা ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম বাবু, ৪৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিপু, ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী শরিফ উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল কবির রাজুসহ বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


 

কারই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর