সারাদেশে দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে বরিশালে সীমিত আকারে বাস ও লঞ্চ চলাচল করছে।
রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। নগরীর রুপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। এই অবরোধ চলবে মঙ্গলবার সকাল ০৮টা পর্যন্ত পর্যন্ত।
বিজ্ঞাপন
অবরোধে যান চলাচল স্বাভাবিক রাখতে বিজিবি মহাসড়কসহ নগরীতে টহল দিচ্ছে। পাশাপাশি কাজ করছে র্যাব-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, সকাল থেকে স্বাভাবিকভাবেই লঞ্চগুলো বন্দর ত্যাগ করছে। তবে যাত্রী কম। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে প্রতিদিনের মত ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্বাভাবিক নিয়মে বরিশালে নির্বিঘ্নে যানবাহন চলছে। এখন পর্যন্ত বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম জানান, সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
এদিকে, বিএনপি নেতাকর্মীদের রোববার সকাল পর্যন্ত মাঠে দেখা যায়নি।
টিবি











































