ভালো ফলের প্রতিফলন উচ্চশিক্ষা ও কর্মজীবনে নেই কেন?

গতকাল সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার যে ফলাফল প্রকাশ হয়েছে সেখানে পাসের হার গত বছরের চাইতে কিছুটা কম হলেও জিপিএ ফাইভের হার আগের বছরের তুলনায় প্রায় দেড় গুণ বেড়েছে। কিন্তু শিক্ষার্থীদের অনেকেরই ভালো ফলের প্রতিফলন তাদের কর্মজীবনে সেভাবে দেখা যাচ্ছে না।
গত কয়েক দশক ধরেই এসএসসিসহ দেশের অন্যান্য বোর্ড পরীক্ষার পাসের হার গড়ে ৮৫-৯৫ শতাংশের মধ্যে থাকছে। অথচ গত তিন দশক আগেও এসএসসি বা তৎকালীন মেট্রিক পরীক্ষায় পাসের হার থাকতো ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে। এর পেছনে গ্রেডিং পদ্ধতি এবং শিক্ষাব্যবস্থার পরিবর্তনকে বড় কারণ বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিক্ষার্থীদের শেখানোর পরিবর্তে তাদের মুখস্থ করিয়ে ভালো ফল করার ওপরেই গত কয়েক দশক ধরে জোর দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি অস্থির প্রতিযোগিতা হচ্ছে জিপিএ ফাইভ নিয়ে। খাতা মূল্যায়নের শিথিলতার কারণেও ফলাফলে এত আমূল পরিবর্তন এসেছে।
ভালো স্কোরের প্রতিফলন কতটা
প্রতিবছর এত ভুরি ভুরি জিপিএ ফাইভ এবং হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পাস নিয়ে প্রায়ই সমালোচনা হয়। কারণ এই শিক্ষার্থীদের অনেকেরই জিপিএ-তে ভালো ফলের প্রতিফলন তাদের কর্মজীবনে সেভাবে দেখা যায় না।
নিয়োগকর্তা এবং শিক্ষাবিদরা প্রশ্ন তুলছেন, পাসের হার যেভাবে বাড়ছে তার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান কতটা বাড়ছে, সেটা নিয়ে।
সাম্প্রতিক বছরগুলোয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানের ঘাটতি লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক আতিকুন নাহার। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষায় আমরা একজন ভালো স্কোর পাওয়া শিক্ষার্থীর কাছে যে সাধারণ জ্ঞান আশা করি। বেশিরভাগ সময় তা পাই না। বাংলা আর ইংরেজিতে তারা অনেক পিছিয়ে আছে। দুই বছর আগে তো ইংরেজিতে বড় ধস নেমেছিল। পাস মার্কসও দেয়া যাচ্ছিল না।’তবে তিনি শিক্ষার্থীদের নয় বরং শিক্ষাপদ্ধতির ওপর দোষারোপ করেছেন।
তার মতে, শিক্ষা ব্যবস্থা যতদিন পরীক্ষার ফলকেন্দ্রিক এবং সিলেবাস কেন্দ্রিক থাকবে, ততদিন মানের ক্ষেত্রে পরিবর্তন হবে না।
চাকরির বাজারে দক্ষতার ঘাটতি
এসএসসি এবং এর পরবর্তী পরীক্ষাগুলোয় যে কেমন ফল করেছে সেটা চাকরির নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব রাখে। তবে এর চেয়ে বেশি দেখা হয় তাদের বিভিন্ন কাজের অভিজ্ঞতা, বাকপটুতা এবং ডিজিটাল দক্ষতা কতোটা আছে। নিয়োগ-দাতারা এমনটাই দাবি করছেন।
সাধারণত চাকরিতে কাউকে নিয়োগ করার ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান আবেদনকারীদের পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষার ফলাফল ও কাজের অভিজ্ঞতা যাচাই করে তাদের শর্ট-লিস্ট করেন। কিন্তু তাদের সরাসরি সাক্ষাৎকার নেওয়ার সময় পরীক্ষার ফল ও দক্ষতা প্রমাণের জায়গায় বড় ধরণের ফারাক দেখার কথা জানান বাংলাদেশ এপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি কামরান টি রহমান।
তিনি দেখেছেন মধ্যম মানের ফলাফল করেও অনেকে ইংরেজি ও প্রমিত বাংলা ভাষায় ভালো দখল, নিজেকে উপস্থাপন, বিশেষ করে কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রমাণ করতে পেরেছেন, যা হয়তো তার চেয়ে ভালো ফল করেও অনেকে পারেননি।
সেইসঙ্গে প্রতিবছর যে হারে পাসের হার ও জিপিএ ফাইভ বাড়ছে, নিয়োগের সময় সেই হারে ভালো রেজাল্টের কোনো প্রতিফলন দেখতে পাননি তিনি।
এক্ষেত্রে বাজারে কোন ধরনের দক্ষতার প্রয়োজন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কী শেখাচ্ছে সেখানে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করেছেন কামরান টি রহমান।
‘ইন্ডাস্ট্রি কী চায়, এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কী শেখায় এই দক্ষতার গ্যাপ কমে গেলে পরিস্থিতি ইম্প্রুভ করবে। ইন্ডাস্ট্রি তাদের প্রয়োজন মাফিক দক্ষ লোক পাচ্ছে না। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত হবে সফট স্কিলগুলো শেখানো।’
তিনি এখানে সফট স্কিলস বলতে প্রমিত বাংলা বলা, নির্ভুল ইংরেজিতে কথা বলা, নিজেকে উপস্থাপন করা, আদবকেতা, আত্মবিশ্বাস, কম্পিউটারে দক্ষতা শেখানোর কথা বলেছেন।
মেধা যাচাই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ
টি রহমানের মতো শিক্ষাবিদরাও কর্মমুখী ও উৎপাদনশীল শিক্ষার ওপর জোর দিয়েছেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাখাতে গবেষণার ওপর।
শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক আতিকুন নাহার মনে করেন, শিক্ষা নিয়ে যত বেশি গবেষণা হবে তত বেশি এর ঘাটতির জায়গাগুলো বেরিয়ে আসবে। সেগুলো চিহ্ণিত ও সমাধান করলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
কারণ মেধা যাচাই ও উত্তীর্ণ করতে প্রতি বছর যে পরীক্ষা নেওয়া হয়, সেই ২-৩ ঘণ্টায় শিক্ষার্থীরা প্রকৃত মেধার প্রতিফলন ঘটাতে পারে না। তার মতে, সারা বছর ধরে একজন শিক্ষার্থীর মূল্যায়ন করা প্রয়োজন। এক্ষেত্রে তিনি জাতিসংঘের পরামর্শ অনুযায়ী শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
জাতিসংঘের ১৯৪৮ এর ডিক্লারেশনে পরিষ্কার বলা আছে, প্রাথমিক শিক্ষা হবে সবার জন্য। মাধ্যমিক শিক্ষা হবে কর্মমুখী, যা কর্মপোযোগী জনগোষ্ঠী তৈরি করবে। উচ্চশিক্ষায় নিয়োগ হবে মেধার ভিত্তিতে। যিনি মেধাবী হবেন তিনিই উচ্চশিক্ষা নেবেন। কিন্তু এই মেধা মূল্যায়নের জন্য যে ছাঁকুনি প্রক্রিয়া আছে সেটাকে ত্রুটিপূর্ণ বলে মনে করেন আতিকুন নাহার।
তিনি বলেন, ‘আমরা মেধা যাচাইয়ের জন্য ২/৩ ঘণ্টার পরীক্ষার ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। এতে আসলে একজন শিক্ষার্থীর মেধা বা অর্জনের বহিঃপ্রকাশ ঘটে না। এজন্য সারা বছর ধরেই তাকে মূল্যায়নের একটা ব্যবস্থা থাকতে হবে।’
মান উন্নয়নে করণীয় কী
শিক্ষাবিদরা বলছেন, যদি দেশের সব শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হয় তাও বলা যাবে না যে, দেশের শিক্ষাব্যবস্থা গুণগত-মান অর্জন করেছে। কারণ এই মান নির্ভর করে শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা এবং মানসম্মত শিক্ষকের ওপর।
এই বিষয়গুলোর উন্নয়নে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা, শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ঠিক রাখা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমানো, পাঠদানের সময় বাড়ানো, বই সন্নিবেশ, বিভিন্ন সৃজনশীল সহশিক্ষা কার্যক্রমের আয়োজন, পুরো প্রক্রিয়ায় প্রশাসনের মনিটরিং এবং নিয়মিত গবেষণার ওপর শিক্ষাবিদরা জোর দিচ্ছেন।
সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম শুধু ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের ভাষা শেখানো, আত্মবিশ্বাস অর্জন, বিশেষ করে যার যেদিকে আগ্রহ সেদিকে গুরুত্ব দেয়ার ওপর জোর দেবার পরামর্শ তারা দিয়েছেন। সেটি সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞান চর্চা, খেলাধুলা, বিতর্ক, পড়াশোনা, যেকোনো কিছু হতে পারে।
এক্ষেত্রে সরকারের সঠিক পরিকল্পনা প্রণয়ন করে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শও তারা দিয়েছেন।
তাদের মত হলো, শুধু ভালো ফল বা জিপিএ বৃদ্ধি অথবা হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের শতভাগ পাসের হিসাব দিয়ে দেশের শিক্ষার মান কোনোভাবেই বিচার করা যায় না। সূত্র: বিবিসি বাংলা
জেবি
টাইমলাইন
-
২৪ ডিসেম্বর ২০২২, ১৬:১১
এসএসসিতে ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় পাস ১০৯, জিপিএ-৫ ১০৯
-
২৯ নভেম্বর ২০২২, ২০:২৫
ছেলের সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করলেন মা
-
২৯ নভেম্বর ২০২২, ১৩:৪৩
এসএসসি পরীক্ষায় ৩ প্রতিবন্ধী শিক্ষার্থীর সাফল্য
-
২৯ নভেম্বর ২০২২, ১৩:২৩
একসঙ্গে বাবা-ছেলের এসএসসি পাস
-
২৯ নভেম্বর ২০২২, ১২:৪৪
জিপিএ-৫ পেয়েছে বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া জারিফ
-
২৯ নভেম্বর ২০২২, ১১:৫৯
বিলবোর্ড টাঙিয়ে দোয়া চাওয়া সেই শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য
-
২৯ নভেম্বর ২০২২, ০৯:২৩
চা বাগানের জন্মান্ধ হরিবল বোনার্জি পেল জিপিএ-৫
-
২৯ নভেম্বর ২০২২, ০৮:৪০
রাতে সন্তান প্রসব করে সকালে পরীক্ষা দেওয়া হাসিনা পেল জিপিএ-৫
-
২৯ নভেম্বর ২০২২, ০৭:৩৪
ভালো ফলের প্রতিফলন উচ্চশিক্ষা ও কর্মজীবনে নেই কেন?
-
২৮ নভেম্বর ২০২২, ২২:৪৩
এবারও একাদশে ভর্তি আগের মতোই
-
২৮ নভেম্বর ২০২২, ২১:৫৯
কুমিল্লা বোর্ডে শতভাগ পাসের তালিকায় ফেনীর ১২ প্রতিষ্ঠান
-
২৮ নভেম্বর ২০২২, ২১:৩৭
ময়মনসিংহে জিপিএ-৫ পেয়েছেন বাবা-ছেলে
-
২৮ নভেম্বর ২০২২, ২১:০৫
৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন কাউন্সিলর
-
২৮ নভেম্বর ২০২২, ২০:৫৯
কাল থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণ, আবেদন করবেন যেভাবে
-
২৮ নভেম্বর ২০২২, ২০:৪৮
নোয়াখালীতে শিক্ষকের ভুলে এক বিদ্যালয়ের সবার ফলাফল স্থগিত
-
২৮ নভেম্বর ২০২২, ২০:৪৭
৪২ বছর বয়সে এসএসসি পাস করলেন নারী কাউন্সিলর
-
২৮ নভেম্বর ২০২২, ২০:৩৭
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর বিষপান
-
২৮ নভেম্বর ২০২২, ২০:৩২
এক স্কুলে দুই পরীক্ষার্থী, পাস করেনি কেউ
-
২৮ নভেম্বর ২০২২, ১৯:৩৯
রাজশাহীতে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
-
২৮ নভেম্বর ২০২২, ১৮:৩৭
তিনবারের ইউপি সদস্য মোমিন এসএসসিতে পেলেন জিপিএ-৫
-
২৮ নভেম্বর ২০২২, ১৮:০৩
ভিকারুননিসায় পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ
-
২৮ নভেম্বর ২০২২, ১৭:২২
মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২৫০ জন
-
২৮ নভেম্বর ২০২২, ১৭:০৭
বরিশাল বোর্ডে সবার শীর্ষে ভোলা, পিছিয়ে পটুয়াখালী
-
২৮ নভেম্বর ২০২২, ১৬:৪৪
পাবনা ক্যাডেট কলেজের সবাই গোল্ডেন জিপিএ-৫
-
২৮ নভেম্বর ২০২২, ১৬:১৬
স্কুলে স্কুলে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
-
২৮ নভেম্বর ২০২২, ১৫:৫১
২ হাজার ৯৭৫ প্রতিষ্ঠানের সবাই পাস
-
২৮ নভেম্বর ২০২২, ১৪:৫৫
এক পা দিয়ে লিখে দাখিল পাস করল সেই রাসেল
-
২৮ নভেম্বর ২০২২, ১৪:৪৬
এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা
-
২৮ নভেম্বর ২০২২, ১৪:৪৬
বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার সবচেয়ে বেশি
-
২৮ নভেম্বর ২০২২, ১৪:৩৫
দেশে উপযুক্ত শিক্ষকের অভাব: শিক্ষামন্ত্রী
-
২৮ নভেম্বর ২০২২, ১৪:৩৩
বাবার মরদেহ রেখে পরীক্ষা দিতে যাওয়া সেই মিরাজ পেল জিপিএ-৫
-
২৮ নভেম্বর ২০২২, ১৪:০৪
৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
-
২৮ নভেম্বর ২০২২, ১৩:৫১
এসএসসি ও সমমানে অনুত্তীর্ণ আড়াই লাখ পরীক্ষার্থী
-
২৮ নভেম্বর ২০২২, ১৩:৪৪
পাসের হারে এগিয়ে যশোর, পিছিয়ে সিলেট
-
২৮ নভেম্বর ২০২২, ১৩:৩৮
এসএসসি ও সমমানে জিপিএ-৫ প্রায় দুই লাখ ৭০ হাজার
-
২৮ নভেম্বর ২০২২, ১৩:৩২
বরিশালে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ
-
২৮ নভেম্বর ২০২২, ১৩:২৭
ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ
-
২৮ নভেম্বর ২০২২, ১৩:২২
যশোর বোর্ডে পাস ৯৫ দশমিক ১৭ শতাংশ
-
২৮ নভেম্বর ২০২২, ১৩:১৭
রাজশাহী বোর্ডে পাস ৮৫ দশমিক ৮৮ শতাংশ
-
২৮ নভেম্বর ২০২২, ১৩:০৮
কুমিল্লা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ
-
২৮ নভেম্বর ২০২২, ১২:৫৭
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ
-
২৮ নভেম্বর ২০২২, ১২:৩০
এসএসসিতে উত্তীর্ণ ৮৭.৪৪ শতাংশ
-
২৮ নভেম্বর ২০২২, ১২:২১
প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর
-
২৮ নভেম্বর ২০২২, ১০:১৮
এসএসসি ফল জানতে স্কুলে শিক্ষার্থী-অভিভাবকের ভিড়
-
২৮ নভেম্বর ২০২২, ০৭:১৪
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে