সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফিলিস্তিনের সমর্থনে ইমরান-কনার প্রতিবাদী গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনিদের সমর্থনে ইমরান-কনার প্রতিবাদী গান

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালিয়ে হাজার মানুষ হত্যা করছে ইসরায়েলি সেনারা। আহতদের চিৎকারে ভারি মুসলমানদের পবিত্র ভূমির আকাশ বাতাস। 

বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান


বিজ্ঞাপন


গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। আহতদের চিৎকারে চুপ থাকতে পারেননি কোটি কোটি মানুষ। ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে “আকাশে উড়ছে মৃত লাশ” শিরোনামে প্রতিবাদী গান তৈরি বাংলাদেশের একঝাঁক সংগীতশিল্পী।

imran_mahamudul_2
 
প্রত্যেক শ্রেণী পেশার মানুষ ফিলিস্তিনের পক্ষ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। সংগীতশিল্পীরা চেষ্টা করছেন কণ্ঠের মাধ্যমে প্রতিবাদ ছড়িয়ে দিতে। গানের প্রযোজকের কথায়, —‘ফিলিস্তিনিদের কান্না আমাদের কানে পৌঁছানো উচিত। আমাদের দায়িত্ব তাদের কথা শোনা। যদি আমাদের ক্ষুদ্র কণ্ঠস্বরও তাদের বাঁচানোর চেষ্টায় সামান্যতম অবদান রাখতে পারে, তবেই আমাদের প্রতিবাদের অর্থ থাকে। গাজার জন্য প্রার্থনা করুন। ন্যায়বিচারের পাশে থাকুন। মানবতার পাশে থাকুন।’

সিনেমার ১০ মিনিট না থাকলে মজাই নষ্ট হয়ে যাবে: ইমরান

এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন—আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে? 


বিজ্ঞাপন


imran_mahamudul_1

নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল। গানটির প্রতিবাদ ভাষার স্পষ্ট।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর