গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অনেক প্রতিষ্ঠানের শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর ঘটনা ঘটেছে। অনেকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগও ছিল। সেসব শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চললেও অনেকের বেতন-ভাতা বন্ধ ছিল। শিক্ষা মন্ত্রণালয় এমন শিক্ষকদের অভিযোগ নিষ্পত্তির আগ পর্যন্ত তাদের বেতন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গত সোমবার (০৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পুনর্বহালসহ ইএফটিতে নাম অন্তর্ভুক্তকরণ বিষয়ে দেওয়া চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৪ জানুয়ারি ৩৭,০০,০০০০,০৭২.১৮.০০৩.২৪.০৪ নম্বর পত্রে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগের তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমতাবস্থায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৪ জানুয়ারির চিঠির নির্দেশনা অনুযায়ী দ্রুত তদন্ত প্রতিবেদন প্রেরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিইউ/এএস