শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

দেশে উপযুক্ত শিক্ষকের অভাব: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

দেশে উপযুক্ত শিক্ষকের অভাব: শিক্ষামন্ত্রী

দেশে উপযুক্ত শিক্ষকের অভাব রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


শিক্ষামন্ত্রী বলেন, 'এটা অবশ্য সবসময়ই মানবিকে শিক্ষার্থীর সংখ্যা বেশি। বিজ্ঞান নিয়ে একটা ভীতি কাজ করে। অঙ্ক পারি না, বিজ্ঞান বুঝি না, এ রকম একটা থাকে। এর একটা কারণ কিন্তু আমাদের উপযুক্ত শিক্ষকের অভাব।'

মন্ত্রী বলেন, 'আপনারা ভেবে দেখবেন, কে কোন বিষয়টা পছন্দ করেন, সে শিক্ষক যে বিষয়টা পড়াবেন সেটাই আপনার পছন্দের। শিক্ষকের ওপর কিন্তু অনেকখানি নির্ভর করে।'

শিক্ষার্থীরা অনেকেই বিজ্ঞান বিভাগকে ভয় পায় উল্লেখ করে মন্ত্রী বলেন, 'ভীতি থেকে একটা কাজ করে বিজ্ঞান পড়তে চায় না। আমাদের নতুন শিক্ষাক্রমে এটা থাকছে না।'

মানবিক থেকে বিজ্ঞান বিভাগে যাওয়া যায় না। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষার্থী বিজ্ঞানে যেতে চাইলে তাকে বিজ্ঞানে যেতে দেওয়া উচিত।'


বিজ্ঞাপন


এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর