বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে সব মাদ্রাসায় বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে বলা হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) এ নির্দেশনা জানিয়ে সব মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোনো শিক্ষক-কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিতি পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার জন্য আগামী ১০ জুলাইয়ের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয় ও কর্মরত শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারকে অধ্যক্ষ-সুপারদের জানাতে বলা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, নির্দেশিত সময়ের পরে মাদরাসাগুলোতে বোর্ডের কর্মকর্তারা আকস্মিক পরিদর্শনে গিয়ে বায়োমেট্রিক হাজিরার যথাযথ ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোনো শিক্ষক-কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিত পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


বিইউ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর