শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

চা বাগানের জন্মান্ধ হরিবল বোনার্জি পেল জিপিএ-৫

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৯:২৩ এএম

শেয়ার করুন:

চা বাগানের জন্মান্ধ হরিবল বোনার্জি পেল জিপিএ-৫
হরিবল বোনার্জি

প্রচণ্ড ইচ্ছাশক্তি আর শিক্ষকদের প্রচেষ্টার এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে জন্মান্ধ হরিবল বোনার্জি।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের হুগলিছড়া চা বাগানের ছেলে হরিবল বোনার্জি। মা বিশখা বোনার্জি ও বাবা অনিল বোনার্জি দুজনই চা বাগানের শ্রমিক। হরিবল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষা অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কথা হয় হরিবল বোনার্জির সঙ্গে। তিনি বলেন,  ‘আমি যে পড়ালেখা করে এতদূর এগিয়ে আসতে পারবো সেটা কখনো ভাবতেই পারিনি। আমরা পিছিয়ে পরা জনগোষ্ঠীর লোক। ব্রাকের স্কুলে থেকে আমি পিএসসি পরীক্ষা দেই। জিপিএ ৪.৮৩ অর্জন করি। এরপর পড়ালেখার প্রতি আগ্রহ জন্মে যায়। ভর্তি হই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেখানে সমাজসেবা অফিসের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের ছাত্রাবাসে থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছি।’

একসময় তার স্বপ্ন ছিল একজন গায়ক হওয়ার। অনেকটা পথও এগিয়েছিল সে। কিন্তু আর গায়ক হয়ে ওঠা হয়নি। এখন একজন শিক্ষক হতে চান জানিয়ে হরিবল বলে, ‘পড়ালেখার জন্য আসলে দিনে একটানা দশ ঘণ্টা পড়তে হয় না। মনযোগ দিয়ে কয়েক ঘণ্টা পড়লেই হয়। আমি পড়ালেখার পাশাপাশি আমাদের পিছিয়ে পরা চা শ্রমিক সন্তানদের বিনামূল্যে টিউশনিও পড়িয়েছি। করোনাকালীন যখন স্কুল বন্ধ ছিল তখন আমার বাগানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পড়ালেখা চালিয়ে গেছি। লেখাপড়া শেষ করে আমি শিক্ষকতা করতে চাই। বিশেষ করে আমার মতো পিছিয়ে পরা চা শ্রমিক সন্তানদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই।’

হরিবল আরও জানায়, পরীক্ষার হলে আমি অন্যান্য সাধারণ ছাত্রদের সঙ্গে পরীক্ষা দিয়েছি। শুধুমাত্র আমার সহযোগী হিসেবে অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী ছিল। আমি বলে দিয়েছি আর সে লিখে দিয়েছে।


বিজ্ঞাপন


হরিবল বোনার্জি তার এই সফলতা সকল শিক্ষক, মা-বাবা, সমাজসেবা অফিসের রিসোর্স শিক্ষক, স্কুলের শিক্ষকগণ ও পরীক্ষা কেন্দ্রের সহযোগীকে উৎসর্গ করতে চান। ভবিষৎ জীবনে সফল হওয়ার জন্য সে সকলের কাছে আশির্বাদ চান।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খ. ম ফারুক আহমদ বলেন, ‘আমাদের একজন অন্ধ ছাত্র হরিবল বোনার্জি এবারের এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে। সে গরীব পরিবারের সন্তান। অনেক কষ্ট করে পড়ালেখা করে এই ফলাফল অর্জন করেছে। আমরা তার সাফল্য কামনা করছি। আশা করি সে তার জীবনে সফল হবে।’

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর