পুরুষদের ২০৩০ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-তে বাড়ানোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সংস্থাটির কংগ্রেসে এই প্রস্তাব উত্থাপন করেন সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ।
২০৩০ বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে আয়োজন করা হচ্ছে। স্পেন, মরক্কো ও পর্তুগাল মূল আয়োজক হলেও বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলো হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।
বিজ্ঞাপন
কনমেবল প্রেসিডেন্ট ডোমিঙ্গেজ বলেন, “এই প্রস্তাব বাস্তবায়ন হলে বিশ্বজুড়ে আরও বেশি দেশ ফুটবল উন্মাদনায় অংশ নিতে পারবে। যেন বিশ্বের কোনো প্রান্ত এই উৎসব থেকে বাদ না পড়ে। শত বছর পূর্তি একবারই আসে, তাই আমরা চাই এই উদ্যাপন হোক সত্যিই ব্যতিক্রম।”
বর্তমানে ২০২৬ বিশ্বকাপে ৪৮ দল অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, যা ২০১৭ সালের ফিফা কংগ্রেসে সর্বসম্মতভাবে পাস হয়। তবে ২০৩০ বিশ্বকাপের জন্য আরও বড় পরিসরে আয়োজনের কথা ভাবছে কনমেবল, যার ফলে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১২৮-এ।
এই প্রস্তাবটি প্রথম সামনে আনেন উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি ইগনাসিও আলোনসো, গত মার্চে ফিফা কাউন্সিলের এক বৈঠকে। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, “পরিষদের কোনো সদস্যের দেওয়া যেকোনো প্রস্তাব মূল্যায়ন করা আমাদের দায়িত্বের অংশ।”
বৃহস্পতিবার কনমেবল কংগ্রেসে অংশ নেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও। তিনি ২০৩০ বিশ্বকাপকে “একটি ব্যতিক্রমী মাইলফলক” হিসেবে বর্ণনা করেছেন।
বিজ্ঞাপন
তবে প্রস্তাবটি নিয়ে রয়েছে বিরোধিতাও। উয়েফা সভাপতি আলেকসান্ডার চেফারিন বলেছেন, “এই প্রস্তাব আমাকে বিস্মিত করেছে। এটা আমার মতে খারাপ একটি ধারণা।”
সমালোচকদের মতে, দল বাড়ানো হলে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের গুরুত্ব ও প্রতিযোগিতা হারাবে। আগামী ১৫ মে প্যারাগুয়েতে অনুষ্ঠিতব্য ফিফার ৭৫তম কংগ্রেসে এই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।