বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইসরায়েলি নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ইবির শিক্ষক ফোরামের প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলি নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ইবির তিন শিক্ষক ফোরামের প্রতিবাদ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিন ফোরাম।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম।


বিজ্ঞাপন


এসময় বক্তব্য দেন- বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাব ইবি শাখার সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, সহ-সভাপতি প্রফেসর ড. ইদ্রীস আলী, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. শাহিনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. আব্দুল গফুর গাজী। জিয়া পরিষদের ইবি শাখার সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, পরিষদের সিনিয়র সদস্য প্রফেসর ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. নজিবুল হক। জামায়াতপন্থী গ্রিন ফোরামের সভাপতি প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, সহ-সভাপতি প্রফেসর ড. আবু সিনা, প্রফেমর ড. কামরুল হাসান।

এছাড়াও বক্তব্য দেন- জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সেক্রেটারি আবদুল মুঈদ বাবুল, জিয়া পরিষদ অফিসার্স ইউনিটের সভাপতি আলাউদ্দীন আহমেদ, গ্রিন ফোরামের কর্মকর্তা সমিতির সভাপতি ওমর আলী। শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী, ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত, ছাত্র মজলিশের সভাপতি সাদেক আহমেদ প্রমুখ।

জিয়া পরিষদের সভাপতি ফারুকুজ্জামান খান বলেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইহিতাসের বর্বরোচিত নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। যার সংখ্যা প্রায় ৫০ হাজারেরও অধিক ছাড়িয়েছে। আমরা বাংলাদেশ থেকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি।

গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান বলেন, আজকে ইসরায়েল শুধু মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায়নি গোটা মানবজাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে। যার যার অবস্থান প্রতিবাদের করা এবং ইজরাইলি পণ্য বয়কট করতে হবে।


বিজ্ঞাপন


ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, বিশ্বে যদি একটি কুকুরও অত্যাচারিত হয় জাতিসংঘ নিন্দা জানায় কিন্তু মুসলিমদের ওপর এতো বর্বরতা চলার পরেও জাতিসংঘ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি চাই মুসলিম বিশ্ব আলাদা জাতিসংঘ গঠন করে শক্তিশালী ভূমিকা নিতে হবে। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ধ্বংস করতে হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর