শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজায় গণহত্যার প্রতিবাদে জবিশিসের সংহতি সমাবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

ইসরায়েল কর্তৃক গাজায় নির্বিচারে গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে সংহতি সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন,আমরা অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা বুঝি না একটা জাতির উপরে এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। আমরা প্রতিবাদস্বরূপ ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে পারি, ফিলিস্তিনিদের জন্য ফান্ড তৈরি করতে পারি। আমাদের জায়গা থেকে যা যা করা সম্ভব আমরা করব। আমরা মহান রবের দরবারে দোয়া করি যাতে মহান আল্লাহ তায়ালা ফিলিস্তিনিদেরকে হেফাজত করেন।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমিন বলেন, আমরা অনেকেই ভাবি আমরা কিছু করতে পারব না ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু অন্তত নিজেদের বিবেকের কাছে সৎ থাকার জন্য হলেও আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং প্রার্থনা করি যেন মহান আল্লাহ তায়ালা ফিলিস্তিনিদেরকে হেফাজত করেন।

এসময় সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি ড. মোশাররফ হোসেন বলেন, আমরা আমাদের এখান থেকে সরকারের প্রতি আহ্বান জানাই যাতে তারা এই বর্বর হামলার অফিশিয়ালি প্রতিবাদ জানায়। আমরা সামনের দিনেও এমন কর্মসূচি অব্যাহত রাখব।


বিজ্ঞাপন


সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন তিনদফা কর্মসূচি ঘোষণা করেন।

১. গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে;
২. আমেরিকান দূতাবাসের উদ্দেশে লংমার্চ ঘোষণা এবং স্মারকলিপি প্রদান; 
৩. সকল ইসরায়েলি পণ্য নিষিদ্ধকরণ।

পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম কর্তৃক দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সমাবেশ সমাপ্ত করা হয়।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

এই ক্যাটাগরির আরও খবর