ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস।
গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে ঢালিউড অভিনেতা ওমর সানিকে। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন অভিনেতা।
আজ সোমবার নিজের ফেসবুকে সানী লিখেছেন, হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
বিজ্ঞাপন
এদিকে গাজাবাসী নিয়ে ওমর সানীর পোস্ট মনে ধরেছে তার অনুসারীদের। একমত পোষণ করেছেন তারা। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন তা।
এর আগে গাজাবাসীদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবর লেখেন, বিদায় রাফাহ্-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে।
সানী ছাড়াও গাজাবাসীদের নিয়ে লিখেছেন সংগীতশিল্পী আসিফ আকবর, অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা সিয়াম আহমেদসহ অনেকে।