সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজায় গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ, হরতাল

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা। এতে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। এ সময় সড়কের দু’পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


বিজ্ঞাপন


thumbnail_1000205613

পরে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অপরাধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে। ইসরাইলের হামলার প্রতিবাদ জানায়।

আরও পড়ুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল, সমাবেশ

সাধারণ শিক্ষার্থীর পক্ষে নোয়াখালী সরকারি কলেজের আরিফুল ইসলাম বলেন, গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। বিপুল সংখ্যক লোকজন স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভে অংশ নিয়েছেন। আমরা এই হরতাল থেকে অবিলম্বে সরকারের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।


বিজ্ঞাপন


thumbnail_1000205614

এই দিকে একই দাবিতে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ নোয়াখালীর বিভিন্ন ইসলামী সম্মাননা দলগুলো বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সারাদেশের ন্যায় এখানেও তারা ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে অবরোধ করে। পরে আমরা তাদেরকে যান চলাচলের জন্য অনুরোধ করে তারা যানচলাচল জন্য সড়কের পাশে অবস্থান নিলে গান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পরবর্তীতে তারা হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন