শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজায় গণহত্যার প্রতিবাদে শহীদ মিনারে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ।

সোমবার (৭ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক ও শিক্ষকবৃন্দ।


বিজ্ঞাপন


বিক্ষোভ সমাবেশে মানবাধিকার ও শান্তির পক্ষে স্লোগান দেওয়া শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের হামলা এবং গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। তারা এ পরিস্থিতি থেকে ফিলিস্তিনিদের মুক্তির জন্য বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার জোর তৎপরতার দাবি জানান।

সমাবেশে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম বলেন, একজন শিক্ষক হিসেবে আমরা মানবাধিকার, শান্তি এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছি। ফিলিস্তিনের জনগণের শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ঢামেকের রেসিডেন্ট ডা. মোবারক হোসেন বলেন, আমরা এই ঘৃণ্য হত্যাযজ্ঞের নিন্দা জানাই। ফিলিস্তিনে নারী, শিশু, বৃদ্ধ এবং চিকিৎসকদের হত্যার ঘটনা ইতিহাসের সব ধরনের বর্বরতাকে ছাড়িয়ে গেছে। আজকের এই বিক্ষোভের মাধ্যমে আমরা ইসরায়েলকে বয়কটের ঘোষণা করছি।

এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত নানা প্ল্যাকার্ড শোভা পায়। এতে লেখা ছিল ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’, ‘মানবাধিকার রক্ষা করো’, ‘গণহত্যা বন্ধ করো’ ইত্যাদি।

ফিলিস্তিনে গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা বাড়ানোর ক্ষেত্রে এই বিক্ষোভ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে সকালে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সকল শিক্ষা ও সেবা কার্যক্রম দুই ঘণ্টার জন্য বন্ধ রেখে শহীদ মিনারে যোগ দেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

এই ক্যাটাগরির আরও খবর