ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে দিনভর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে দাবি করা হয়।
বিজ্ঞাপন
সকালে তৌহিদী জনতা ও সাধারণ ছাত্রদের ব্যানারে ট্যাঙ্কের পাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কাউতলীতে গিয়ে শেষ হয়। মুক্ত মঞ্চ থেকে আহলে সুন্নাতুয়াল জামায়াতের (যুব সুন্নী সংগঠন) উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে ব্রাহ্মণবাড়িয়া নাসিং ইনস্টিটিউট।
এরপর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে। দুপুরে হেফাজত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে জামায়াতে ইসলামী তাদের বিক্ষোভ সমাবেশ করে। আখাউড়ায় মডেল মসজিদ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক বাজার এসে শেষ হয়। কসবা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
প্রতিনিধি/একেবি