ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় নরসিংদীতেও বিপুল মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। নরসিংদী শহরের শিক্ষা চত্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল বের করে নরসিংদী জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়।
বিজ্ঞাপন
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান, ইব্রাহিম ভূইয়া, নরসিংদী সদর থানা আমির মাহফুজ ভূইয়া, নরসিংদী শহর আমির আজিজুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রুহুল আমীনসহ প্রমুখ।
বিজ্ঞাপন
অপর দিকে সকাল ১১টায় নরসিংদী পৌরসভা চত্বর থেকে সর্বস্তরের মুসলমান এক বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়। নরসিংদী শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলখানা মোড়ে প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়। এতে করে ঢাকা—সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকার কারণে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
প্রতিনিধি/এসএস