ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করতে ঘোষিত বিশ্বব্যাপী হরতাল (Strike) কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসা।
সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর গওহরডাঙ্গা মাদরাসা থেকে বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে মিছিল সমাপ্ত হয়।
বিজ্ঞাপন
গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমীনের নির্দেশে মিছিলে নেতৃত্ব দেন গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম ও খাদ ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি উসামা আমীন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ সভাপতিত্ব করেন গওহরডাঙ্গা মাদরাসার শাইখুল হাদিস ও খাদেমুল ইসলাম বাংলাদেশ গওহরডাঙ্গা বিভাগীয় জিম্মাদার আল্লামা আব্দুচ্ছালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুফতি মাকসূদুল হক, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি উসমান বিন জাহাঙ্গীর, মাওলানা আব্দুল ওয়াহাব ধলু, মাওলানা আতাউর রহমানসহ প্রমুখ।
মিছিলে মাদরাসা, কলেজ, স্কুলের শিক্ষার্থী আলেম উলামা ইমাম খতিবসহ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
জেবি