মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ফিলিস্তিনের গাজা ইসরায়েলের চলমান গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। 

সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার দয়রামপুররে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্লাজা প্রাঙ্গণে শত শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে মানববন্ধনে অংশগ্রহণ করে। 


বিজ্ঞাপন


বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে উপজেলার দয়ারামপুর বাজারের প্রধান সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করে।

এসময় শিক্ষার্থীরা ‘গাজা গাজা চিৎকার কেন?’, ‘ফিলিস্তিন হত্যার বিচার চাই’, ‘ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র’ সহ নানা প্রতিবাদ চানিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ মানুষের উপর চালানো গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানানো হয়।

বাউয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা মাছুদার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ তূর্য্য ও গাজাবাসীর জন্য বিশেষ মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আল আমিন প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর