বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিইউপির সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে মিরপুর-১২ বাসস্ট্যান্ডের এলাকায় বিক্ষোভ করছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (৭ এপ্রিল) বিইউপির সাধারণ শিক্ষার্থীরা মিরপুর-১২ বাসস্ট্যান্ডের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এই প্রতিবাদ কর্মসূচি ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি প্রকাশ করার জন্য ডাকা হয়েছিল, যেখানে তারা তাদের ক্ষোভ প্রকাশ করে এবং ফিলিস্তিন সংগ্রামের প্রতি একযোগে দাঁড়ায়।


বিজ্ঞাপন


তাদের বক্তব্যে, প্রতিবাদকারীরা গাজায় চলমান গণহত্যা, দখলদারি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলকে আর্থিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ও পণ্যের বয়কটের জন্য আহ্বান জানান।

IMG-20250407-WA0116

এ সময় তারা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’, ‘ওয়ান টু থ্রি ফোর ইসরায়েল নো মোর’সহ নানা স্লোগান দেন।

বিইউপির শিক্ষার্থী মেহরাব হোসেন বিক্ষোভে এসে বলেন, ‘আমরা এই ঘৃণ্য হত্যাযজ্ঞের নিন্দা জানাই। ফিলিস্তিনিদের এই হত্যার ঘটনা ইতিহাসের সব ধরনের বর্বরতাকে ছাড়িয়ে গেছে। গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটা কি বিশ্ববাসী দেখছে না? আজ জাতিসংঘ কোথায়? মানবাধিকার কোথায়? যত মানবাধিকার কি শুধু তাদের বেলায়? আমরা ফিলিস্তিনের কর্মসূচির সমর্থনে এখানে দাঁড়িয়েছি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর