ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদ ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবি জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
কর্মসূচিতে ‘এক উম্মাহ, এক দাবি, এক জোট হও মুসলিম সেনাবাহিনী’, ‘ফিলিস্তিন থেকে আরাকান, গণহত্যা বন্ধ হোক’, ‘আমেরিকা ধ্বংস হোক’ এমন বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। এছাড়া তারা ফিলিস্তিনদের পক্ষে এবং বর্বর হামলা বন্ধের দাবিতে স্লোগান দেন তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বানও জানান তারা। এছাড়া আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদের বয়কট করতে হবে।
তারা আরও বলেন, যেসব মুসলিম দেশগুলো নীরবে গণহত্যার সমর্থন দিয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। অবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এ গণহত্যার প্রতিবাদের আহ্বান জানান শিক্ষার্থীরা।
এছাড়া বাংলাদেশ সরকারকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার এবং বৈশ্বিক ফোরামে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
এদিকে, গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এএসএল/ইএ