বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০১:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজায় ইসরাইলের হামলায় নারী ও শিশুসহ গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড় এলাকায় তৌহিদি জনতার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


একই সময় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে একই দাবিতে নো ক্লাস, নো এক্সাম, নো স্কুল কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

thumbnail_1000012600

ভৈরবের কর্মসূচিতে বক্তব্য দেন, ভৈরব ইমাম ওলামা পরিষদের সভাপতি আবদুল্লাহ আল আমিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ রুবেল হোসেন, ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি সিয়াম মিয়া প্রমুখ।

আরও পড়ুন

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

এসময় বক্তারা ইসরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে ড. মোহাম্মদ ইউনুসকে সারাবিশ্বের নেতাদের সঙ্গে যোগাযোগ করে ইসরাইলের বিরুদ্ধে জনমত গঠনের অনুরোধ জানান। এছাড়া তারা বলেন, ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এসময় ভারতের মুসলমানদের জমি দখলের চেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

1000012598

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে ভৈরব বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন


News Hub