সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

মাগুরার ঢাকা-খুলনা মহাসড়কের ভায়না মোড় এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে লাইলি বেগম (৬০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ভায়না এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত লাইলি বেগম সদর উপজেলার ভিটাসাইর পূর্ব পাড়া গ্রামের মুঞ্জুর মোল্লার স্ত্রী। 

নিহতের ভাই মনিরুজ্জামান বলেন, সকালে ছোট ছেলে সোইবের সঙ্গে মোটরসাইকেলে ডাক্তার দেখাতে শহরের যান লাইলি। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ভায়না টেলিফোন অফিসের সামনে এলে মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। এ সময় যশোর আড়পাড়া থেকে ছেড়ে আসা শারদিয়া নামের একটি পরিবহন তাকে চাপা দেয়। তখন সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আলমগীর কবীর বলেন, ছেলের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে লাইলি বেগম নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।   

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর