চলতি ২০২৫-২৬ অর্থ বছরে স্বাস্থ্যখাতে গতবারের চেয়ে ৪৭১ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সবমিলিয়ে স্বাস্থ্যখাতে মোট ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই প্রস্তাব করেন।
বিজ্ঞাপন
জানা গেছে, স্বাস্থ্যখাতের বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসাসেবা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই দুই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে যথাক্রমে চার হাজার ১৬৬ কোটি এবং এক হাজার কোটি টাকা।
এছাড়া হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সমুদয় ভ্যাট ৩০ জুন ২০৩০ পর্যন্ত অব্যাহতি প্রদান করে কাস্টমস আইন-২০২৩ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বাজেট প্রস্তাবকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, চতুর্থ শিল্পবিপ্লব, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি হচ্ছে তার সুবিধা ভোগ এবং যে সকল চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবিলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে।’
এর আগে গত ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যখাতে মোট ৪১ হাজার ৪৩৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এই বরাদ্দ মোট বাজেটের ৫.২ শতাংশ, যা আগের অর্থবছরের চেয়ে বেশি। স্বাস্থ্যখাতের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট ২০ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট এডিপির ৭.৬ শতাংশ।
বিজ্ঞাপন
এসএইচ/এফএ