বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

কোন দেশে কখন অর্থবছর শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

কোন দেশে কখন অর্থবছর শুরু

বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৮০টি দিনপঞ্জি বা ক্যালেন্ডার প্রচলিত আছে। এছাড়া আছে ভারতীয় পঞ্জিকা ও হিজরি সালের হিসাব। এসবের বাইরে রয়েছে অর্থবছর, যা একটি দেশের অর্থনৈতিক পরিকল্পনার জন্য ব্যবহার করা হয়। বছরের শুরু-শেষ পরিবর্তন করতে না পারলেও অর্থবছরের বিষয়টি পরিবর্তনশীল। বিশ্বের একেক দেশে একেক সময় অর্থবছর শুরু হয়।
  
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই এক বছরের জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত অর্থবছর ধরা হয়। ব্রিটিশ ও পাকিস্তান আমলেও এ জনপদে এই অর্থবছরই ছিল। ইতিহাস থেকে জানা যায়, যুক্তরাজ্যকে অনুসরণ করেই বাংলাদেশে অর্থবছর জুলাই থেকে জুন করা হয়েছিল। তবে ব্রিটেনে কিন্তু অর্থবছর শুরু হয় এপ্রিলে।
 
বাংলাদেশের অর্থবছর পরিবর্তনের জন্য একবার আলোচনা শুরু হলেও তা আর আলোর মুখ দেখেনি। সেইসঙ্গে বাংলা বর্ষকে কেন্দ্র করার কথা ভাবা হয়েছিল। কিন্তু সেই চিন্তা-ভাবনা আর বাস্তবতায় রূপ পায়নি।
 
বাংলাদেশ ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে। আর শেষ হয় ৩০ জুন।

উইকিপিডিয়াসহ বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের দেড়শতাধিক দেশের অর্থবছর শুরু হয় ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। অর্থাৎ জানুয়ারি মাসেই তাদের বাজেট ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


এসব দেশের মধ্যে রয়েছে- চীন, রাশিয়া, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, সুইডেন। এসব দেশের অর্থবছর ১ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।

এপ্রিলের প্রথম দিন অর্থবছর শুরু হয় ভারত, যুক্তরাজ্য, হংকং, কানাডা ও  দক্ষিণ আফ্রিকায়। শেষ হয় ৩১ মার্চ।

যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও থাইল্যান্ডে অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। আর শেষ হয় ৩ সেপ্টেম্বর।

অনেক দেশ মাসের মধ্যবর্তী তারিখ থেকে অর্থবছর শুরু করে। এদের মধ্যে ইরান ২১ মার্চ থেকে ২০ মার্চ, ইথিওপিয়া ৮ জুলাই থেকে ৭ জুলাই। ইরানে অবশ্য হিজরি সন অনুযায়ী অর্থবছর হয়ে থাকে।


বিজ্ঞাপন


নেপালের অর্থবছর চলে বিক্রম ক্যালেন্ডার অনুসরণ করে, যা ১৬ জুলাই শুরু হয়ে ১৫ জুলাই শেষ হয়।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর