প্রযুক্তির এই যুগে বর্তমানে বেশিরভাগে সময় অনলাইনে জিনিসপত্র ক্রয়-বিক্রয় করেন সবাই। আর অনেকেই এখন অনলাইন কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য করছেন। অনলাইনে এই পণ্য বিক্রেতাদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জন্য দুঃসংবাদ দিয়েছে সরকার।
সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই সংবাদ দেন।
বিজ্ঞাপন
এসময় অর্থ উপদেষ্টা বলেন, অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড/কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে, দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ সদস্যদের বিশেষ সভায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট।
এমএইচটি