বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে ১ লাখ ২২ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে ১ লাখ ২২ হাজার কোটি টাকা

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় এক লাখ ২২ হাজার কোটি টাকা ধরার প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেট ঘাটতি ও অর্থায়নের বিষয়ে তিনি বলেন, আগামী অর্থবছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ও ঋণ সহনীয় পর্যায়ে থাকবে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ৩ দশমিক ৬ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লাখ ২৫ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং এক লাখ ১ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নির্বাহ করার প্রস্তাব করছি। আগামী অর্থবছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে এক লাখ ২২ হাজার কোটি টাকা।


বিজ্ঞাপন


সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়নের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, চলতি অর্থবছরের বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হচ্ছে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ৪ দশমিক ১ শতাংশ।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর