বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

ঋণের দুষ্টু চক্র থেকে বের হতে চাচ্ছি: পরিকল্পনা উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

wahid
উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক ঋণ পরিশোধ করতে হচ্ছে। আমরা ঋণ না করেই ঋণ পরিশোধের চেষ্টা করছি। আমাদের একটা প্রবণতা আছে, ঋণ করে আবার ঋণ পরিশোধ করার। এই দুষ্টু চক্র থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আগামীর প্রস্তাবিত বাজেটকে নানাভাবে দেখা যায়। গণমাধ্যমে অনেকেই বলেছেন গতানুগতিক বাজেটসহ নানা কথ বলেছেন। তবে আমরা আমাদের দৃষ্টিতে বলব, ভঙ্গুর অর্থনীতি আর ভেঙে পড়া আর্থিক খাতের স্থিতিশীল আনতে বাস্তবমুখী ও মিতব্যয়ী বাজেট এনেছি। প্রত্যক্ষ করকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে।

সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদসহ অন্যান্য উপদেষ্টা, গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

Saleh

এর আগে গতকাল সোমবার জাতীয় সংসদে উত্থাপন করা ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।


বিজ্ঞাপন


প্রস্তাবিত বাজেটে মোট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৫ হাজার কোটি এবং বৈদেশিক উৎস থেকে ৯৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে। চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ বাবদ বরাদ্দ ছিল ৯০ হাজার ৭০০ কোটি টাকা।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর