বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

বিএনপির বাজেট প্রতিক্রিয়া বুধবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

bnp
বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। ছবি: সংগৃহীত

অন্যান্য বছরের মতো এবারও ২০২৫-২০২৬অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনু্ষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আগামী বুধবার (৪ জুন) বেলা ১১টায় বাজেট প্রতিক্রিয়া দেওয়া হবে।

মবার (২জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


বাজেট নিয়ে অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাজেটের ওপর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে বুধবার সকাল ১১টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সেদিন পার্টির পক্ষ থেকে আমরা বাজেটের ওপর যে ভাবনা সেটা আমরা দেবো।’

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবার জাতীয় সংসদ না থাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হয়।

এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর