রোববার, ১৫ জুন, ২০২৫, ঢাকা

ব্যাটারিচালিত রিকশায় শুল্ক ১ থেকে বেড়ে ১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

rikshow
ব্যাটারিচালিত অটোরিকশার দাম বাড়বে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশার ব্যবহার অস্বাভাবিক হারে বেড়েছে। সরকার চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারছে না এসব রিকশা। এবার বাজেটে ব্যাটারিচালিত রিকশার ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেন তাতে ব্যাটারিচালিত রিকশায় ১২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ প্রস্তাব করেছেন। এতে ব্যাটারিচালিত রিকশার দাম বাড়বে।


বিজ্ঞাপন


এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

বাজেটোত্তর আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য উপস্থাপনের কথা রয়েছে।

এবছর সংসদ না থাকায় আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না এই বাজেটে। তবে বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের কাছ থেকে মতামত চাইবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হয়। এরপর আগামী ২৩ জুনের পর যেকোনো একদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।

এমআই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর