দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে রাজস্ব আহরণ বৃদ্ধি ও ব্যয়ের কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। বাজেট বক্তৃতায় তিনি রাজস্ব আহরণে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দক্ষ ব্যবস্থাপনার উপর জোর দেন।
বিজ্ঞাপন
এই বাজেট আগামী অর্থনৈতিক বছর দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা।
ক্রীড়া খাতে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২৪২৩ কোটি টাকা। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৮৪২ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা বেশি।
নতুন প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৪৪০ কোটি ৩৭ লাখ টাকা। অন্যদিকে, পরিচালন খাতে ব্যয় ধরা হয়েছে ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা। সব মিলিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে উন্নয়ন খাতে ছিল ৬২৭ কোটি ৯৫ লাখ টাকা এবং পরিচালন খাতে বরাদ্দ ছিল ৯৫২ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা। সব মিলিয়ে গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট বাজেট ছিল ১৫৮০ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার টাকা।
বিজ্ঞাপন
চলতি অর্থবছরে উন্নয়ন খাতে বড় পরিসরে বাড়তি বরাদ্দ দেওয়ায় যুব উন্নয়ন, খেলাধুলার অবকাঠামো ও ক্রীড়াবিদদের প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।