বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

শিক্ষায় বরাদ্দ বেড়েছে ৯৩৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

শিক্ষায় বরাদ্দ বেড়েছে ৯৩৫ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের শিক্ষাখাতে বাজেট ৯৩৫ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে শিক্ষাখাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৯৫ হাজার ৬৪৫ কোটি টাকা। গত অর্থবছর, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৯৪ হাজার ৭১০ কোটি টাকা। সেই হিসাবে শিক্ষায় বরাদ্দ বেড়েছে ৯৩৫ কোটি টাকা।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা শুরু করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি আগামী অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।


বিজ্ঞাপন


অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৭ হাজার ৫৬৪ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করেছেন, যা ২০২৪-২৫ অর্থ বছরে ছিল ৪৪ হাজার ১০৯ কোটি টাকা।

এছাড়াও ২০২৫-২৬ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় বাজেট বরাদ্দ ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা, যা আগের চেয়ে ৩ হাজার ৪১৬ কোটি টাকা কম। গত অর্থবছরে এই বাজেট প্রস্তাব করা হয়েছিল ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা।

এ ছাড়াও কারিগরি ও মাদরাসা শিক্ষায় বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। গত অর্থ বছরে এই বাজেট ছিল ১১ হাজার ৭৮৩ কোটি টাকা।

এএসএল/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর