আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সুখবর পেলেন নারী উদ্যোক্তারা। প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও ব্যবসার সহায়ক পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই বরাদ্দ প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তাদের ব্যবসায়িক উদ্যোগকে গতিশীল করতে ১২৫ কোটি টাকার একটি পৃথক তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির আওতায় দক্ষতাভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ‘ভিজিডি’ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে নির্বাচিত ২০ হাজার নারীকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত এই বরাদ্দ ও কার্যক্রম নারীর অংশগ্রহণমূলক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং নারীদের আত্মকর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করবে।
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির প্রায় ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বাকি ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে অন্যান্য উৎস থেকে। যেখানে চলতি ২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। যদিও অর্থবছরের মাঝে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়।
চলতি অর্থবছরে বাজেট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতির মধ্যে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা পূরণ করা হবে অভ্যন্তরীণ উৎস থেকে, আর ১ লাখ ১ হাজার কোটি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে।
বিজ্ঞাপন
মোট বাজেটের মধ্যে পরিচালন ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
টিএই/এফএ