বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

জনজীবনে চাপ কমাতে খাদ্য নিরাপত্তায় বরাদ্দ বাড়ল ১ হাজার ৩৬১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

জনজীবনে চাপ কমাতে খাদ্য নিরাপত্তায় বরাদ্দ বাড়ল ১ হাজার ৩৬১ কোটি টাকা

জনজীবনে চাপ কমাতে আগামী অর্থবছরের জন্য বাজেটে খাদ্য নিরাপত্তায় বরাদ্দ ১ হাজার ৩৬১ কোটি টাকা বাড়ানো হয়েছে। বাজেটে এবার ৩৯ হাজার ৬২০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

সোমবার (০২ জুন) বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বাজেট প্রস্তাব করেন।


বিজ্ঞাপন


বাজেট প্রস্তাবে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৩৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা। 

দারিদ্র্য বিমোচন এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি চলমান রয়েছে। বর্তমানে ১ হাজার ৯০১টি কেন্দ্রের মাধ্যমে সারাদেশে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। তালিকাভুক্ত চা বাগানের শ্রমিকদের মাঝে প্রতিকেজি ১৯ টাকা দরে গম বিতরণ করা হচ্ছে। এছাড়া, ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার দুস্থ মহিলাকে মাসে ৩০ কেজি হারে চাল প্রদান করা হচ্ছে।

দেশের মানুষের আমিষের চাহিদা বিবেচনায় রেখে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ৫২ লক্ষ ৫৫ হাজার মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমআই/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর