বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ভ্যাট

মূল্য সংযোজন কর Value added tax বা VAT বা ভ্যাট, সংক্ষেপে মূসক হলো স্বনির্ধারণী পরোক্ষ কর। সরবরাহকৃত পণ্য বা সেবার ওপর প্রদেয় করের বিপরীতে উপকরণ কর সমন্বয় করে পণ্য বা সেবার মূল্যস্তরের প্রকৃত সংযোজনের ওপর আরোপিত করই ওই পণ্য বা সেবার ভ্যাট বা মূসক। এর দায়ভার চূড়ান্তভাবে ভোক্তাকেই বহন করতে হয়।

শেয়ার করুন: