মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নৌকা বিজয়ী না হলে রংপুর পিছিয়ে যাবে: ডালিয়া

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

নৌকা বিজয়ী না হলে রংপুর পিছিয়ে যাবে: ডালিয়া

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, ‘নৌকায় ভোট দিলে এই ভোট পাবেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাকে এই নির্বাচনের জন্য নৌকার বাহক বানিয়েছেন। নৌকার জয় হলেই রংপুর সিটি করপোরেশনবাসীর উন্নয়ন হবে। না হলে রংপুর পিছিয়ে যাবে।’

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে প্রচার-প্রচারণার শেষ দিন নগরীর হনুমান তলায় গণসংযোগে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ডালিয়া বলেন, ‘নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার উঠেছে। আগামী ২৭ ডিসেম্বর বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত। রংপুর যে নৌকার ঘাঁটি তা প্রমাণ হবে এই সিটি করপোরেশন নির্বাচনে।’

অতীতে রংপুরের কোনো পরিকল্পিত উন্নয়ন হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরবাসীকে বিভাগ, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়, চারলেন সড়ক, উপহার দিয়েছেন। তাই রংপুরবাসীর উচিত এবার নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়া।’

rangpur1

ভোটারদের উদ্দেশে ডালিয়া বলেন, ‘আর ভুল করলে চলবে না। নৌকার প্রার্থী নির্বাচিত না হলে আগামীতেও পর্যাপ্ত উন্নয়ন হবে না। তাই নৌকায় ভোট দিয়ে একটি আধুনিক ও স্মার্ট সিটি করপোরেশন গড়ে তুলুন।’


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সহ-সভাপতি আবুল কাশেম, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর