রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নির্ধারিত সময়ের পরও ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে এখনো ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কখন এই ভোটগ্রহণ শেষ হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। অনেক কেন্দ্রে ভোটগ্রহণের পর গণনাও চলছে। আবার অনেক কেন্দ্র ফল জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩১ কেন্দ্রে লাঙ্গলের প্রার্থী মোস্তফা ১৭১৩৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। এসব কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৭২৫ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ৪২৭০ ভোট। আর নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২৯৯৫ ভোট। তবে বেসরকারিভাবে কোনো ফল এখনো ঘোষণা করা হয়নি।
এদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবই।’
অন্যদিকে নির্বাচনে দৃশ্যমান কোনো কারচুপি না হলে জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।
নির্বাচনে মোস্তফা, ডালিয়া ছাড়াও মেয়র পদে আরও যারা লড়ছেন তারা হলেন- স্বতন্ত্র হাতি প্রতীকে ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, জাসদের শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, জাকের পার্টির খোরশেদ আলম, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল ও স্বতন্ত্র মেহেদী হাসান বনি।
বিজ্ঞাপন
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন।
প্রতিনিধি/এমআর











































