আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশনের তৃতীয়বারের নির্বাচন। গতবার কয়েকটি কেন্দ্রে হলেও এবারই প্রথম ২২৯টির সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এই ইভিএমে বয়স্ক ভোটারদের অনাগ্রহ থাকলেও নতুন ভোটাররা মুখিয়ে আছে ভোট দিতে। নতুন ভোটাররা আনন্দ চিত্তে ভোট দিতে চান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার। এর মধ্যে নতুন ভোটার ৩২ হাজার ৪৭৫ জন। যাদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। ভোটার হওয়ার পর রংপুর সিটি করপোরেশন নির্বাচনই প্রথম ভোট।
বিজ্ঞাপন
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট নিয়ে তরুণ ভোটারদের মাঝে যেমন আগ্রহ রয়েছে তেমনি বয়স্ক ভোটারদের রয়েছে অনাগ্রহ। তবে শিক্ষিতদের মতে, একবার দেখলে ইভিএমে ভোট দিতে সমস্যা হবে না।
৭৫ বছরের আমিরুল ইসলাম বলেন, ‘আগে তো সিল প্যাডের কালি দিয়ে টিপ সহি করে ভোট দিতাম। তারপর মুড়িয়ে দিয়ে ভোট বাক্সে ফেলতাম। এখন মেশিনে ভোট দিতে হবে। এর আগে দেওয়া হয়নি। তাই ভয় ভয় লাগে।’
আব্দুর রহিমের বয়স ৬৮ বছর। তিনিও কখনও ইভিএমে ভোট দেননি। তবে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি ইতোমধ্যে দেখেছেন। তারপরও আগ্রহ কম তার।
সরকারি চাকরি থেকে সদ্য অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম জানান, ইভিএমে যেভাবে ভোট দেওয়া দেখেছেন তাতে তার সমস্যা হবে না।
বিজ্ঞাপন

এদিকে তরুণ ভোটারদের মাঝে ইভিএমে ভোট দেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা গেছে। তাদের বেশিরভাগই অধ্যয়নরত। ফলে অনলাইনে তারা যেমন পারদর্শী তেমনি ইভিএমে ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যার কথা নয় বলে জানিয়েছেন তারা।
আরিফুল ইসলামের বয়স ২২ বছর। অনার্সে পড়াশোনা করেন। এবারই প্রথম ভোট দেবেন। ইভিএমে তার বেশ আগ্রহ।
এমন আগ্রহের কথা কথা জানান সৈকত, হিমু ও রবিন। তাদের সবার বয়স ১৯ থেকে ২২ এর মধ্যে। সবাই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষায়। ২৭ ডিসেম্বর ভোট দেবেন ইভিএমে।
এদিকে ইভিএমে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টিতে নির্বাচন কমিশন থেকে মাইকিং, গান, ডেমো ভোট প্রদানসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। সেই সাথে ভোটের দিন ভোটারদের লাইনে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতির চিত্র সবাইকে দেখানো হবে। যাতে করে সবাই সহজে ইভিএমে ভোট দিতে পারেন।
প্রতিনিধি/জেবি











































