মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শতাধিক কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে লাঙ্গলের মোস্তফা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

শতাধিক কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে লাঙ্গলের মোস্তফা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ পর্যন্ত আসা ১১১টি কেন্দ্রের ফলাফলে ৬৬ হাজার ৬০২ ভোট পেয়েছেন লাঙ্গলের প্রার্থী মোস্তফা। তবে লাঙ্গলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াকে ধরা হলেও এসব কেন্দ্রের ফলাফলে চমক দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান।

১১১টি কেন্দ্রে হাতপাখা প্রতীকে ২৩৬৮৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। মোট নয়জন মেয়রপ্রার্থীর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ১০৮৮০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী, ১১১টি কেন্দ্রে ৬৬ হাজার ৬০২ ভোট পেয়ে এগিয়ে আছেন লাঙ্গলের প্রার্থী মোস্তফা। এসব কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬৮৭ ভোট। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৯০৩ ভোট।

এদিকে, অন্য মেয়র প্রার্থীদের মধ্যে মশাল প্রতীকের শফিয়ার রহমান ২ হাজার ৫৩৩ ভোট, হরিণ প্রতীকের মো. মেহেদী হাসান ১২৪৪ ভোট, দেয়াল ঘড়ি প্রতীকের মো. তৌহিদুর রহমান মন্ডল ১০৮৬ ভোট, গোলাপ ফুল প্রতীকের মো. খোরশেদ আলম ২ হাজার ৬৬৩ ভোট এবং ডাব প্রতীকের মো. আবু রায়হান পেয়েছেন ৪ হাজার ৪৬৫ ভোট।

এর আগে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে রংপুর সিটি করপোরেশনের তৃতীয় নগরপিতা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। তবে বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে দেরিতে ভোটগ্রহণ শেষ হয়। ইতোমধ্যে যেসব কেন্দ্রে ভোট শেষ হয়েছে সেগুলোতে গণনার পর ফল ঘোষণা করা হচ্ছে।

এই নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন।

প্রতিনিধি/বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর