মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্ধারিত সময়ে শেষ হলো না রংপুর সিটির ভোট

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

নির্ধারিত সময়ে শেষ হলো না রংপুর সিটির ভোট

দেশের দ্বিতীয় বৃহত্তর সিটি করপোরেশন রংপুরে চলছে ভোটগ্রহণ। তৃতীয় নগরপিতা বাছাই করতে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এখানকার বাসিন্দারা। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ইভিএমে ভোট দিতে অভ্যস্ত নয় ভোটাররা। যার কারণে ভোট দিতে গিয়ে গোপন কক্ষে প্রবেশ করে বাটন চাপতে সময় নিচ্ছেন তারা। ফলে ধীরগতিতেই চলছে ভোটগ্রহণ। এতে সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব হয়নি ভোট। ৮০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হলেও কিছুকিছু কেন্দ্র এখনো ভোটগ্রহণ চলছে।  

এদিকে, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে আবারও অসন্তোষের কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।


বিজ্ঞাপন


Electionজাপার এই প্রার্থী বলেন, নির্বাচনি প্রচারণার সময় ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছিলাম। তারা ভোট দিতে এসেও ভোট দিতে পারছেন না, এটা দুঃখজনক। ভোটারদের ইভিএম নিয়ে শুরুর দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে উদ্বুদ্ধ করতে ডামি ইভিএমে প্রচারণা চালানোর অনুমতি চাইলেও এটাকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে অনুমতি দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, একেবারে শেষ সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নগরীর পাড়া-মহল্লায় মক ভোটিংয়ের উদ্যোগ কোনো কাজে আসেনি। এতে আমরা যতটা ভোট পোলের আশা করেছিলাম ততটা হবে না। এখন ৪টা পার হয়েছে, অথচ সন্তোষজনক ভোট পোল হয়নি। অনেক ভোটার কেন্দ্রের মধ্যে রয়েছে। এগুলো শেষ করতে অনেক সময় লাগবে।

Electionএ বিষয়ে নীলকণ্ঠ সোটাপীর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোকলেসার রহমান জানান, বয়স্কদের ভোট দিতে অনেক সময় লাগে। বয়স্ক ভোটারদের ভোট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। ফলে ভোটে ধীরগতি। ইভিএমের কোনো সমস্যা নাই।

এদিকে, রংপুর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানিয়েছেন, ভোটকেন্দ্রের মধ্যে সময়ের আগে ভোটাররা উপস্থিত হলে অবশ্যই তাদের ভোট নিয়ে ভোটগ্রহণ শেষ করা হবে। এতে সময় একটু লাগলেও ভোটগ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর