রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ পর্যন্ত আসা ১০০টি কেন্দ্রের ফলাফলে ৫৯ হাজার ২৫৫ ভোট পেয়েছেন মোস্তফা। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াকে ধরা হলেও এসব কেন্দ্রের ফলাফলে তার অবস্থান চার নাম্বারে। তবে চমক দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান।
১০০ কেন্দ্রে হাতপাখা প্রতীকে ২১১৯৬ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন আমিরুজ্জামান। নয়জন মেয়রপ্রার্থীর মধ্যে চতুর্থ অবস্থানে আছেন নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ৯৮২৫ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী, ১০০টি কেন্দ্রে ৫৯ হাজার ২৫৫ ভোট পেয়ে এগিয়ে আছেন লাঙ্গলের প্রার্থী মোস্তফা। এসব কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২১হাজার ১৯৬ ভোট।
এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৮১ ভোট।
অন্য মেয়র প্রার্থীদের মধ্যে মশাল প্রতীকের শফিয়ার রহমান ২হাজার ৩৭৫ভোট, হরিণ প্রতীকের মো. মেহেদী হাসান ১১২৬ ভোট, দেয়াল ঘড়ি প্রতীকের মো. তৌহিদুর রহমান মন্ডল ৯৭৭ ভোট, গোলাপ ফুল প্রতীকের মো. খোরশেদ আলম ২হাজার ৩৯৭ ভোট, আর ডাব প্রতীকের মো. আবু রায়হান পেয়েছেন ৩হাজার ৯২৩ভোট।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। বিকেল সাড়ে চারটায় ভোট শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে দেরিতে ভোটগ্রহণ শেষ হয়।
বিজ্ঞাপন
আর যেসব কেন্দ্রে ভোট শেষ হয়েছে সেগুলোতে গণনার পর ফল ঘোষণা করা হচ্ছে।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন।
বিইউ/এমআর











































