মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিজ কেন্দ্রেই হেরে গেলেন নৌকার প্রার্থী ডালিয়া

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

নিজ কেন্দ্রেই হেরে গেলেন নৌকার প্রার্থী ডালিয়া

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজের কেন্দ্রে হেরে গেছেন নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। নিজ বাড়ির ১০০ গজ দূরত্বে থাকা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জিততে পারেননি নৌকার প্রার্থী।

এই কেন্দ্রে মাত্র ৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ডালিয়া। ১৬৬ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ১৪৪টি ভোট পেয়েছেন হাতী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন।


বিজ্ঞাপন


নির্বাচন কর্মকর্তা আফতাব হোসেন ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ১৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে লাঙ্গল প্রতীকের প্রার্থী আট হাজার ৭০১ ভোট পেয়ে এগিয়ে আছেন। এছাড়া এসব কেন্দ্রে হাতি প্রতীকের প্রার্থী মিলন তিন হাজার ৩২০ ভোট এবং নৌকার প্রার্থী এক হাজার ৮৯০ ভোট পেয়েছেন।

সন্ধ্যা সাড়ে সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭টি কেন্দ্রে এখনও ভোটগ্রহণ চলছিল।

এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা থেকে রংপুরে ভোটগ্রহণ শুরু হয়, যা চলার কথা বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নিয়ম অনুযায়ী কেন্দ্রের সীমানার মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে যত ভোটার আসবেন তাদের ভোট নিতেই হবে। যে কারণে অনেক কেন্দ্রে ভোটার থাকায় এখনও সেসব কেন্দ্রে ভোট চলছে।


বিজ্ঞাপন


রংপুর সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রের ১৩৪৯টি ভোটকক্ষে ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে একজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।

২০১২ সালের ২৮ জুন ২০৫ দশমিক ৭ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটি করপোরেশন গঠনের পর একই বছরের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনের প্রধান আকর্ষণ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তারা হলেন- জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর