মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাচ গান-উৎসবমুখর পরিবেশে মেয়র প্রার্থীর গণসংযোগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

নাচ গান-উৎসবমুখর পরিবেশে মেয়র প্রার্থীর গণসংযোগ

নেতাকর্মী ও সমর্থকদের নাচ, গানে উৎসবমুখর পরিবেশের মধ্যেদিয়ে শেষ হয়েছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণা।

রোববার (২৫ ডিসেম্বর) নগরীর স্টেশন রোডস্থ বাটার গলি, চাউলামোদ, তালতলা রোড, হাড়িপট্টি রোড, পায়রা চত্বর, জিএল রায় রোড ও সেন্ট্রাল রোড এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং লাঙ্গল মার্কায় ভোট চান করেন তিনি।


বিজ্ঞাপন


জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকরা নাচ ও গানের তালে তালে ভোট চেয়ে ভোটারদের আকৃষ্ট করেন। ভোটারদের ব্যাপক উচ্ছ্বাস আর কর্মীদের উল্লাসের মধ্যদিয়ে শেষ হয় জাতীয় পার্টির লাঙ্গল মার্কার মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার শেষ দিনের আনুষ্ঠানিক গণসংযোগ কার্যক্রম। পরে সন্ধ্যায় নগরীর সিটি বাজার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় গণসংযোগে জাতীয় পার্টি মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাপার সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফারুক আলম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রগুলো সিসিটিভির আওতায় থাকবে।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর