রাত পোহালেই রংপুর সিটি করপোরেশনের ভোট। নগরপিতা হতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয় জন মেয়র প্রার্থী। তবে এবারের নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাই দেখছেন ভোটাররা।
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই রংপুর সিটি করপোরেশনের ৩য় বারের নির্বাচন। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেই প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহূর্তে পোলিং এজেন্ট, কর্মী ও কেন্দ্রে কেন্দ্রে পোস্টারসহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম পাঠাতে ব্যস্ত প্রার্থীরা।
বিজ্ঞাপন
ভোটাররা বলছেন, প্রচার-প্রচারণা ও গণসংযোগে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এগিয়ে থাকলেও সমানতালে প্রচার-প্রচারণা শেষ করেছেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা ডালিয়া এবং হাতি প্রতিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। এই তিন মেয়র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাই দেখছেন তারা। কোনো কোনো ভোটার জাপার প্রার্থীর সাথে স্বতন্ত্র মেয়র প্রার্থীর লতিফুর রহমান মিলনের মধ্যেই ভোট লড়াইয়ের কথাই বলছেন নানা সমীকরণ দেখিয়ে। সবকিছুর উত্তর মিলবে ভোটের ফলাফলের পর।
জাপা মনোনিত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, রংপুর সিটি দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি করপোরেশন। ২০৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত। ২২৯টি ভোটকেন্দ্রের সবগুলোতে আমার দুই সেট করে পোলিং এজেন্ট থাকবেন। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে শত শত নেতাকর্মী ও সমর্থক ভোটের দিন অবস্থান করবেন। রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মী এবং
লাঙ্গলের প্রভাবসহ ব্যক্তি মোস্তফার সুদৃঢ় অবস্থান থাকায় জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
আওয়ামী লীগ প্রার্থী মনোনিত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া জানান, আওয়ামী লীগ ১৪ বছর ধরে ক্ষমতায়। রংপুরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বিভাগ, সিটি করপোরেশন প্রতিষ্ঠাসহ ব্যাপক উন্নয়ন করেছে বর্তমান সরকার। রংপুরের জনগণ আর ভুল মার্কায় ভোট দেবে না। তারা উন্নয়নের পক্ষে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলেও আশাবাদী তিনি।
অপরদিকে, হাতি প্রতিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন বলেন, এবার মার্কা দেখে নয়; ভোটাররা কারও মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবে না। ভোটাররা এবারে উন্নয়নের পক্ষে দুর্নীতির বিপক্ষে রায় দেবেন। বিভিন্ন এলাকায় পথসভা করতে গিয়ে আমার পক্ষে গণজোয়ার দেখতে পেয়েছি।
মিলনের ভোট ব্যাংক বলতে খামারি ১৫ থেকে ১৮ হাজার, তাদের পরিবার, প্রয়াত সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর নিজস্ব ভোট ব্যাংক, বর্ধিত এলাকার উন্নয়ন আশানুরুপ না হওয়াসহ তারও নিজস্ব একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে। এজন্য তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।
বিজ্ঞাপন
উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার ১ জন।
এবার ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৯ জন এবং ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিনিধি/এএস











































